Published : 20 May 2025, 08:32 PM
গঠনতন্ত্র অনুসরণ না করে অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ মেহেরপুরে বিএনপির নতুন কমিটি গঠনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বিএনপির একাংশের নেতারা আদালতে মামলা করলে মঙ্গলবার শুনানি শেষে মেহেরপুরের জ্যেষ্ঠ সহকারী জজ-২ মাসুদ রানা এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সাইদুর রহমান রাজ্জাক।
এ ছাড়া মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিবকে শোকজ করে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নতুন কমিটি গঠন কার্যক্রমে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
পিপি রাজ্জাক বলেন, গাংনী উপজেলা বিএনপির কর্মী আকামত হোসেন এবং জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রোববার মেহেরপুর জ্যেষ্ঠ জজ (গাংনী) আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করেন।
বাদীপক্ষের অভিযোগ, মূলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিডদের দিয়ে দলের গঠনতন্ত্র ও কাউন্সিলেন বিধি বিধানের তোয়াক্কা না করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।
এসব কমিটিতে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্যসচিব কামরুল হাসান নিজেদের পছন্দের লোকদের দিয়ে দলকে আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র বানানোর চেষ্টা করছেন বলে মামলায় বলা হয়েছে।
মামলার শুনানিতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মারুফ আহমেদ বিজন, মোখলেসুর রহমান স্বপনসহ বিএনপিপন্থি আইনজীবীরা অংশ নেন।
শুনানি শেষে বিচারক কেন গঠন করা কমিটিকে অবৈধ ঘোষণা করা হবে না মর্মে তিন দিনের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্যসচিব কামরুল হাসানকে কারণ দর্শানোর জবাব দিতে বলেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজ্জাক।
সেইসঙ্গে আদালত কমিটি গঠনের সব কার্যক্রমের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানান তিনি।
মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব কামরুল হাসান বলেন, “আদালতের এমন আদেশ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু শুনিনি। জেলা বিএনপির কাউন্সিল পূর্ববর্তী সব কমিটি দলের গঠনতন্ত্র মেনেই করা হচ্ছে।
“কমিটি গঠনের ওপর আদালত অন্তর্বর্তী আদেশ দিলে বিএনপি আইনিভাবে তা মোকাবেলা করে এর বৈধতার প্রমাণ করবে।”