Published : 28 Aug 2023, 03:53 PM
বরগুনার বামনায় ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ‘জিহাদী বই ও ক্রেস্ট’ জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
রোববার রাতে উপজেলার ছোনবুনিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বামনা থানার ওসি মো. মাইনুল হোসেন জানান।
আটকরা হলেন- পাথরঘাটা উপজেলার নাচনাপড়া গ্রামের বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার (২৪) ও ঘোলাঘাটা গ্রামের চান মিয়ার ছেলে ইসা আলম (২২)। আটকদের মধ্যে তিন জন কিশোর।
পুলিশ জানায়, সামাজিক সংগঠনের নামে কয়েকজন শিবিরকর্মী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করার কথা বলে তাদেরকে একটি প্রাথমিক বিদ্যালয়ে যেতে বলেন।
রোববার বিকাল থেকে সেখানে শিবির কর্মীদের উপস্থিতি টের পেয়ে বিষয়টি থানায় জানান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
সম্মাননা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, “বামনা আলোকিত সমাজের পক্ষে সম্মাননা প্রদানের কথা বলে সন্ধ্যার দিকে ওই স্কুলে যেতে বলেন তারা। সেখানে গিয়ে দেখা যায়, তাদের ক্রেস্টে ইসলামী ছাত্র শিবিরের লোগো ও নাম লেখা রয়েছে।”
সেখানে যেসব শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তারা না জেনেই এসেছেন বলে তিনি জানান।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মাইনুল।