Published : 09 Mar 2024, 05:57 PM
যশোরের শার্শায় এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শার্শা উপজেলার সীমান্তবর্তী আমলাই গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটলেও শনিবার জানাজানি হয় বলে গোগা ইউনিয়নের পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান।
এ ঘটনায় অভিযোগের মুখে থাকা ২৮ বছর বয়সী ঈমাম হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে। আর ভুক্তভোগী নারীর বয়স ২১ বছর।
ইউপি সদস্য সাইফুল বলেন, “ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমাম হোসেনকে জিজ্ঞাসা করি। সে ধর্ষণের কথা স্বীকারও করেছে। পরে আমি ভুক্তভোগী নারী ও তার স্বামীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেই।”
ভুক্তভোগী নারীর শাশুড়ি বলেন, “রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ মাহফিলে যাই। বউমা অসুস্থ বোধ করার সে ঘরের দরজা আটকে শুয়ে ছিল। এ সুযোগে ঈমাম হোসেন প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে।
“এ সময় সে বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।”
শার্শা থানার ওসি এম মনিরুজ্জামান বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ভক্তিভোগী নারী অভিযোগ দেওয়ার জন্য থানায় এসছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।“