Published : 15 Nov 2024, 05:05 PM
জামালপুরে সদর উপজেলায় কালী মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মহেষপুর কালীবাড়ি বাজারের মন্দিরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ ঘটনায় আটক জাকির হোসেন বাবু (২৯) সদর উপজেলার কাশারুপাড়া গ্রামের জায়তুল্লা সরকারের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বটি দা, কোপা দা ও চাপাতি।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, মহেষপুর কালীবাড়ি বাজারের মন্দিরে ছয়টি কালী প্রতিমা রাখা ছিল। বৃহস্পতিবার সকালে জাকির হোসেন বাবু মন্দিরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে প্রতিমাগুলো ভাঙচুর করে।
বিষয়টি টের পেয়ে বাজারের লোকজন দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবারই জাকির হোসেন বাবুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, যে কোনো ধর্মীয় অনুভূতিতে বিন্দুমাত্র আঘাত বা ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে সর্ব্বোচ্চ আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন চন্দ্র বর্মনসহ মন্দির ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।