Published : 10 Oct 2023, 05:52 PM
পিরোজপুর সদর উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান।
নিহত ১৫ বছর বয়সি ফেরদৌস শেখ অনিক কাউখালী উপজেলার মেঘপাল এলাকার মন্টু শেখের ছেলে। সে সদর উপজেলার রানীপুর এলাকায় মামার বাড়িতে থেকে ইজিবাইক চালাতো।
অনিকের মামা মামুন শেখ বলেন, “সোমবার সকালে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় আনিক। রাতে আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয়-স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।”
দুপুরে ঝনঝনিয়া এলাকায় রাস্তার পাশে একটি ডোবায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনিককে শনাক্ত করার কথা জানায় পরিবার।
অনিককে হত্যা করে ছিনতাইকারীরা মরদেহ ডোবায় ফেলে তার ইজিবাইক নিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
ওসি আবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সেইসঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।