Published : 12 Mar 2025, 04:12 PM
পাঁচ দফা দাবিতে সারাদেশের ন্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।
বুধবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়েছেন বলে জানান হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মশিউল মুনীর।
তবে হাসপাতালের জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটার (ওটি) সহ অভ্যন্তরীণ চিকিৎসা সেবা চালু আছে বলে জানান তিনি।
কর্মবিরতির বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আবাসিক মেডিকেল অফিসার শরীফউদ্দীন রায়হানের কাছে জানতে চাওয়া হলে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়া কর্মবিরতি শুরু করায় বিভিন্ন জেলা-উপজেলা থেকে বরিশালে আসা রোগীরা বিপাকে পড়েছেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, হাসপাতালের বহির্বিভাগে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসা দেন। প্রতিদিন অন্তত তিন হাজার রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তবে কর্মবিরতির কারেণে আজ চিকিৎসা বন্ধ রয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা থেকে বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন মুনসুরা বেগম। তিনি বলেন, “এত দূর থেকে এসে চিকিৎসা পেলাম না। এখন আমি কোথায় যাব।”
দেশজুড়ে পাঁচ দফা দাবির আন্দোলনের মধ্যে বেলা ১২টার দিতে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাই কোর্ট।
বাকি চারটি দাবি হলো-
১. ‘রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস /বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না’ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
২. আগামী সাত কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
৩. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।
৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) তৈরি করতে হবে।
আরও পড়ুন:
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না: হাই কোর্ট