Published : 28 May 2025, 04:36 PM
জয়পুরহাট শহরের ‘বাড়ি থেকে ডেকে নিয়ে’ এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি নূর আলম সিদ্দিক।
নিহত বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে এ বছরের মার্চেও পিয়ালের ওপর হামলা হয়েছিল। তখন তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন।
পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি নূর আলম সিদ্দিক বলেন, পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কয়েকজন। পরে বাড়ির সামনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “পরিবারের সদস্যদের দাবি, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কারা পিয়ালকে ডেকে নিয়েছিল তা বলতে পারেননি পরিবারের লোকজন।”
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন বলেন, “আমরা এখনো সন্ত্রাসীদের শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ ও প্রশাসনের কাছে অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।”
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।