Published : 10 Apr 2025, 09:14 PM
দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রকাশ্যে এক ইউপি চেয়ারম্যানকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় চেয়ারম্যানের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হামলায় আহত চেয়ারম্যানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কাহারোল থানার ওসি রুহুল আমিন।
আহত আনোয়ার হোসেন মানিক উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয় সংবাদকর্মী রশিদুল ইসলাম বলেন, মানিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
দুপুরে মানিক উপজেলা পরিষদে কাজে গেলে হঠাৎ করে হামলার শিকার হোন। হামলাকারীরা উপজেলা যুবদলের নেতাকর্মী বলে জানা গেছে।
পরে আশপাশের লোকজন মানিককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান রশিদুল ইসলাম।
ওসি রুহুল আমিন বলেন, “কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সরকারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে তারা পালাতক আছেন।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
হামলার বিষয়ে কথা বলতে যুবদল নেতা ইমরান সরকারকে মোবাইল করা হলে, তার নম্বর বন্ধ পাওয়া যায়।