Published : 15 Jun 2025, 05:35 PM
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা জানিয়েছেন।
নিহত আব্দুল হাকিম (২৬) রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার বাহার আলীর ছেলে।
রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা বলেন, “ছেলেটি স্থানীয় একটি দোকানে বসে ছিল। তখন কয়েকজন লোক এসে তাকে গুলি করে।
“তবে কেন বা কী কারণে যুবক খুন করা হলো এসব বিষয়ে আমি জানি না।”
স্থানীয়রা বলছে, ৯-১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, “আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছেন না। লাশের সন্ধানও পাইনি। কে বা কারা এ ঘটনা ঘটনা ঘটাল, তা এখনও জানা যায়নি।”