Published : 17 Jul 2023, 12:07 AM
বগুড়ার কাহালু উপজেলার আড়োলা বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখা খুলে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে কাহালু থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান।
গ্রেপ্তার উপজেলার শিলকঁওড় গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান (৩১) ওই শাখার এজেন্ট এবং কাপাসিয়া পূর্ব লোহাদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
গ্রাহকদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে আড়োলা বাজারে মাসুদুর রহমান অগ্রণী ব্যাংকের একটি এজেন্ট শাখা খোলেন। শতাধিক গ্রাহক সেখানে হিসাব খুলে টাকা রাখেন। গ্রাহকদের টাকা বুঝিয়ে না দিয়েই গত ফেব্রুয়ারি মাসে সবাই সটকে পড়েন।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ বলেন, টাকা আত্মসাতের অভিযোগে আকবর কাজীসহ ১৩ গ্রাহক মিলে প্রতারণার মামলা করেন। তাদের জমার পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা।
“বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজেন্ট শাখার লোকজন ছাড়াও অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা এই প্রতারণার সঙ্গে জড়িত কি-না খোঁজ নেওয়া হচ্ছে।”
এজেন্ট মাসুদুর রহমানকে গ্রেপ্তার করার খবর পেয়ে ২০-২৫ গ্রাহক এসে থানায় ভিড় করেন।
গ্রাহক আকবর আলী সাংবাদিকদের বলেন, তার ছেলেরা বিদেশ থাকেন। ছেলেদের পাঠানো সাত লাখ টাকা আড়োলা এজেন্ট শাখায় রেখেছিলেন। এ রকম অনেকেই টাকা রেখেছেন।
তিনি আরও বলেন, “প্রতারিত হওয়ার পর অগ্রণী ব্যাংকের বগুড়া ও ঢাকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গ্রাহকরা। তখন টাকা না পেয়ে কাহালু থানায় মাসুদুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।”