Published : 19 Nov 2024, 08:58 PM
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২২ শিক্ষার্থীর ভর্তি হয়ে ক্লাসেও অংশগ্রহণ করেছেন। হঠাৎ করেই জানানো হয়েছে, তাদের ভর্তি বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ‘টেকনিক্যাল কারণে’ তাদের ভর্তিতে সমস্যা হয়েছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, ওই ২২ শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তি হয়েছেন। এরপর তারা ক্লাসে যোগ দেন। কিন্তু হঠাৎ করে তাদের মোবাইলে ভর্তি বাতিলের মেসেজ আসায় তারা ভেঙে পড়েছেন। সন্তানদের শিক্ষাজীবন নিয়ে পরিবারও দুঃশ্চিন্তার মধ্যে পড়েছে।
ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থী ইকরা আক্তার, সাবিদুন নাহার ও সাজনান আনার চেীধুরী বলেন, ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও তারা কয়েকদিন মনের আনন্দে ক্লাস করেছেন। হঠাৎ করেই তাদেরকে ভর্তি বাতিলের বিষয়টি জানানো হয়।
তারা বলেন, ভর্তি বাতিল হওয়া অধিকাংশ শিক্ষার্থীর এটি দ্বিতীয় বছর। তারা আর কোথাও ভর্তি হতে পারবেন না। তাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাবে।
শিক্ষার্থীরা জানান, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন। কিন্তু, কর্তৃপক্ষ তাদের কোনো সদুত্তর দিতে পারেননি। শুধু বলেছেন, সবার ভর্তি শেষ। ‘টেকনিক্যাল সমস্যার’ কারণে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ২২ শিক্ষার্থী ভর্তি হয়েছে। কর্তৃপক্ষ ভর্তির টাকা ও কাগজপত্র ফেরত নিতে বলেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান বলেন, “টেকনিক্যাল সমস্যার কারণে এটা হচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি করেছে। সেখান থেকে এ ব্যাপারে যে সুপারিশ আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”