Published : 18 Nov 2024, 09:51 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে’ পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
নিহত আব্দুর রহমান ওরফে গুরা মিয়া (২২) একই এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাদকপাচারসহ এলাকায় অপরাধ কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় হাবিবুল্লাহ ও জাহেদের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার রাতে দুপক্ষের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উখিয়া উপজেলার পালংখালীর এমএসএফ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের ডান কানের নিচে ও বুকের ডান পাশে এবং পিঠের বাম পাশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।