Published : 11 Jun 2025, 05:03 PM
শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির বলেছেন, “আমরা অতি দ্রুত এর স্থায়ী সমাধানের জন্য কার্যক্রম শুরু করব। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এর আশেপাশে ভাঙন দেখা দেয়। এটা আমরা বন্ধ করবই।
“এখানে কী কী করতে হবে সামগ্রিকভাবে পানি উন্নয়ন বোর্ডের লোকজন বিষয়টি দেখবেন। কোনো মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার মত দুঃখজনক কিছু হতে পারে না।”
এ সময় তার সঙ্গে থাকা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “গুরুত্বের সঙ্গেই আমরা দেখতে এসেছি। আমরা বলেছি, ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান দরকার। যাতে বার বার যেন না ভাঙে।
“আমরা যতটুকু পারি দ্রুত সমাধানের চেষ্টা করবো। নদী শাসন করা বড় কঠিন কাজ।”
পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।