Published : 13 Jan 2025, 05:00 PM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মতিউর রহমানকে ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ২টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
৫৫ বছর বয়সি মতিউর ও ২৯ বছর বয়সি ছেলে মশিউর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা আছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুদ।
তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওইসব মামলাও তাদের গ্রেপ্তার দেখানো হবে।
মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি।
স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন মতিউর। তার স্ত্রী রোকেয়া রহমানও দুদকের মামলার আসামি।
তবে তাদের সন্তান মশিউর রহমান রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
মতিউরের স্ত্রী রোকেয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে মালয়েশিয়াতে এমবিএ পড়ছেন। গত বছরের এপ্রিয়ে বিয়ে করেছেন। বিয়ের কারণে দেশে আসেন। স্ত্রীকে নিয়ে আবার মালয়েশিয়ায় ফেরার কথা ছিল তার।
“বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন মামলায় ছেলেকেও আসামি করা হয়েছে। সে এসব ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না,” বলেন রোকেয়া।