Published : 29 May 2025, 07:52 PM
রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক হায়দার আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেবেকা সুলতানা ফেন্সি ও হারুনর রশীদ জানান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া, আবু বক্কর, আব্দুল মান্নান, ইন্তাজ মণ্ডল, আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম ও আব্দুর রশীদ।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১২ সালের ৭ ডিসেম্বর মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি নিয়ে সলিম উদ্দিনের সঙ্গে আসামি আব্দুস সামাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রায় দেওয়া হয়েছে। ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আইনজীবী হারুনর রশীদ বলেন, আট জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলায় ন্যায়বিচার হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী জানান, এ রায়ে তারা ন্যায়বিচার পাননি। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।