Published : 06 Jun 2025, 02:24 AM
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়ায় বিজলী খাতুনের (২৮) লাশ পাওয়া যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, বিজলী খাতুনের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। সপ্তাহ তিনেক আগে তার সঙ্গে ভূরুঙ্গামারীর দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়।
এলাকাবাসীর বরাতে পুলিশ বলছে, রুবেল আগে একবার বিয়ে করেছেন। এটি গোপন রেখে তিনি বিজলীকে বিয়ে করে ভূরুঙ্গামারী সদরে ভাড়া বাসায় ওঠেন। বিষয়টি জানাজানি হলে বিজলীর সঙ্গে তার কলহ শুরু হয়। এর মধ্যে বৃহস্পতিবার তার লাশ পায় পুলিশ।
পুলিশের ধারণা, বিজলী আত্মহত্যা করেছে। এ ঘটনায় রুবেলকে আটক করা হয়েছে।
ওসি বলেন, “বিজলীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”