Published : 28 Feb 2025, 05:31 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে চারটি সোনার বার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত এলাকার হুদাপাড়া গ্রামের পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে বারগুলো জব্দ করা হয় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান জানান।
জব্দ বারের ওজন ২ কেজির ওপরে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
বিজিবি জানায়, গোপন খবরে ওই গ্রামের একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালিয়ে সেখান থেকে স্কচটেপে মোড়ানো চারটি সোনার বার জব্দ করা হয়।
তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক কৌশলে পালিয়ে যান।
বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, এ ব্যাপারে নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছেন। জব্দ বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।