Published : 20 May 2025, 09:01 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে পাথর-বালু লুটের দায়ে ১৪ শ্রমিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া পাথর উত্তোলনে ব্যবহৃত ৬০টি বারকি নৌকা ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার।
তিনি বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪ জন পাথর লুটপাটকারীকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপন মিয়া, মো. মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ, পীযুষ কুমার দাস ও দেলোয়ার হোসেন।