Published : 25 May 2024, 10:13 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পূর্বধলা উপজেলার উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তিকে এই জরিমানা করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার শিমুলতলী এলাকায় ফসলি জমি থেকে উপরিভাগের মাটি (টপ সয়েল) ফেলে দিয়ে গর্ত করে বালু উত্তোলন করছিলেন উজ্জ্বল মিয়া। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উজ্জ্বল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, ফসলি জমি থেকে মাটি বা বালু উত্তোলন অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। উজ্জ্বল মিয়াকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।