Published : 02 Jun 2025, 04:16 PM
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন-মো. রাসেল ও ইসমাইল হোসেন প্রকাশ বেলজিয়াম সুমন।
রোববার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে রাসেল ও দত্তপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে হস্তান্তর করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান।
পুলিশ বলছে, দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে গ্রেপ্তার রাসেল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ, মাদক ও চুরিসহ কয়েকটি মামলা রয়েছে। তিনি এ মামলায় মাথায় নিয়ে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আর গ্রেপ্তার বেলজিয়াম সুমন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়পুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ ও ১টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।