Published : 19 May 2025, 01:53 PM
যশোর সদর উপজেলায় বাড়ির পাশে মাঠে ‘খেলার সময় কুড়িয়ে পাওয়া বোমা’ নিয়ে ঘরে ফেরার পর বিস্ফোরণে আহত তিন ভাই-বোনের মধ্যে এক শিশু মারা গেছে।
শিশু তিনটির মা সুমি খাতুন বলেন, যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক খাদিজা ও সজিবকে ঢাকায় নিতে বলেন। পথে নড়াইলে খাদিজাতুল কুবরার মৃত্যু হয়েছে। সজিবের একটি হাত কেটে ফেলতে হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে ঘরে গেলে বিস্ফোরণে আহত হয় ওই এলাকার শাহাদাত হোসেনের ছেলে সজিব আহম্মেদ (৭), মেয়ে খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম রঞ্জু বলেন, বিস্ফোরিত বোমার আঘাতে খাদিজার পেটের নাড়িভুড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং সজিবের একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি কেটে ফেলা হয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছিল।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের সদস্যরা বলছেন, বোমাটি তাদের ছেলে সজিব বাইরে কুড়িয়ে পায়। তবে তদন্ত করা হচ্ছে, বোমাটি ঘরে ছিল, নাকি বাইরে থেকে শিশুরা নিয়ে এসেছে।”
এক প্রতিবেশীর ভাষ্য, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে শাহাদতের বাসায় যান তারা। সেখানে তিন ভাই-বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তিনি বলেন, “সকালে সজিব বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি ফেরার পথে সে একটি টেপ মোড়ানো কৌটা কুড়িয়ে পায়। সেটি তুলে বাসায় নিয়ে দুই বোনের সঙ্গে বল হিসেবে খেলা করছিল। এ সময় সেটির বিস্ফোরণ ঘটে।”
আরো পড়ুন: