Published : 27 Oct 2024, 11:10 AM
শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক সাজাপ্রাপ্ত কয়েদীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে শেরপুর শহরের খরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার লুৎফা বেগম।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তার শাহীন মিয়া (৩৩) শেরপুর শহরের উত্তর গৌরিপুর মহল্লার শমসের আলীর ছেলে। তিনি মোবাইল কোর্টের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে শেরপুর জেলা কারাগারে ছিলেন। তার কয়েদী নং ৮০১১/এ।
লুৎফা বেগম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ অগাস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতিকারী। তারা কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির পাশপাশি বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতি ও কয়েদীকে পালিয়ে যেতে সহায়তা করে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন থেকে সরবরাহ করা পলাতক হাজতি ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় পলাতক কয়েদী শাহীন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, শাহীন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে ঘটনার দিন তিনি অন্যান্য হাজতি ও কয়েদীদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান। শেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন।
গ্রেপ্তার ওই কয়েদীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।