Published : 18 May 2025, 08:21 PM
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে পায়ে ক্ষত নিয়ে অসুস্থ বন্যহাতিকে দ্বিতীয় দফায় চিকিৎসা দিয়েছে বন এবং প্রাণী সম্পদ বিভাগ।
রোববার দুপুরে নালিতাবাড়ী সীমান্তবর্তী উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকার গহীন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয় বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান।
এর আগে গত ১ মে বৃহস্পতিবার হাতিটির ডান পায়ের ক্ষতস্থানে প্রথম অস্ত্রোপচার করা হয়।
১৭ দিনের ব্যবধানে প্রাণীটির পায়ের ক্ষত অনেকটাই সেড়ে উঠেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, বন্যহাতিটি ডান পায়ে গভীর ক্ষত নিয়ে তিন পায়ে কাটাবাড়ি পাহাড়ে খুঁড়িয়ে চলছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পায় বন বিভাগ।
পরে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের তত্ত্বাবধানে গত ১ মে প্রথম অসুস্থ বন্যহাতির সুস্থতায় উদ্যোগ নেওয়া হয়।
গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি দল ও নালিতাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসকরা যৌথ প্রচেষ্টায় হাতিটিকে অজ্ঞান করে চিকিৎসা শেষে পুনরায় জ্ঞান ফেরানো হয়। পরে বন্যহাতিটি পাহাড়ের গহীনে ফিরে যায়।
রোববার দ্বিতীয় দফায় খোঁজ নিয়ে ওই বন্যহাতির অবস্থান নির্ণয় করে পুনরায় অচেতন করে চিকিৎসা করা হয়। পরে আবারও চেতনা ফিরিয়ে বনে পাঠানো হয়।
চিকিৎসায় গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহীন কবির, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী অংশ নেন।
আরো পড়ুন: