Published : 22 May 2025, 11:16 PM
যশোরের অভয়নগরে ‘ধারালো অস্ত্র ও গুলিতে’ নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের (৫০) মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে তার লাশ পাওয়া যায়।
তরিকুল ইসলামের বাড়ি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামে। তার মাছের ঘের রয়েছে।
এই ঘের নিয়ে বিরোধের জেরে হত্যা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে তরিকুল ইসলামের ঘের রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঘের নিয়ে কথা বলতে ডহর মশিহাটী গ্রামে মিন্টু বিশ্বাসের বাড়ি যান।
“সেখানে যাওয়ার পর হত্যার শিকার হন তিনি। তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, হত্যাকারীদের ধরতে জেলা, উপজেলা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম বলেন, রাত ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। তরিকুল ইসলামের মৃত্যুর পর স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। মিন্টু বিশ্বাসের বাড়ির লোকজন ঘটনার পর থেকে পলাতক।