Published : 16 Feb 2025, 07:55 PM
চট্টগ্রামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
রোববার দুপুরে নগরীর জিপিওর সামনে থেকে কানিজ ফাতেমাকে ধরে কোতোয়ালি থানায় নিয়ে যান তারা।
কানিজ ফাতেমা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম মহানগরের মহিলাবিষয়ক সহ-সম্পাদক। তিনি ডাক বিভাগে চাকরি করেন।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কানিজ ফাতেমাকে আটক করে থানায় নিয়ে এসেছেন। আমরা তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেটা খতিয়ে দেখছি।”
কানিজ ফাতেমাকে ধরে থানায় নিয়ে যাওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
তাতে দেখা যায়, একদল তরুণী কানিজ ফাতেমাকে ঘিরে আছেন। তারা নানা স্লোগান দিয়ে তাকে কোতোয়ালি থানার দিকে নিয়ে যাচ্ছেন।