Published : 16 Feb 2025, 06:59 PM
চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বরে এবার একসঙ্গে চারটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
রোববার যৌথবাহিনীর তল্লাশির সময় এগুলো পাওয়া যায় বলে দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান।
এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার দুটি বোমার সন্ধান মেলে কেরু চত্বরে।
পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটান।
ওসি শহীদ তিতুমীর বলেন, গত বৃহস্পতিবার ও শনিবার কেরু চত্বরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা পাওয়া যায়। পরে রাজশাহী র্যাবের বিশেষজ্ঞ দল এসে বোমা দুটি নিস্ক্রিয় করে।
সবশেষ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে কেরু আঙ্গিনায় তল্লাশি চালায় পুলিশ, সেনাবাহিনী ও আনসারদের সমন্বয়ে যৌথবাহিনী।
তারা চত্বরের পশ্চিমপাশের সীমানা পাঁচিল ঘেঁষে লাল টেপ মোড়ানো অবস্থায় একসঙ্গে চারটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন।
দর্শনা থানার ওসি বলেন, “এলাকাটি ঘিরে রাখা হয়েছে। র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
কেরু চত্বরে পাওয়া বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে
কেরু কোম্পানির চত্বরে 'বোমার' খবর, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী