Published : 30 Dec 2024, 08:45 PM
নরসিংদীর মাধবদী উপজেলায় ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিতে পারেনি বলে জানান মাধবদী থানায় ওসি মো. নজরুল ইসলাম।
হামলায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করার কথা বলেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।
ওসি নজরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে তেলবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে যাওয়ারা পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থেকে ছিনতাই করা হয়। এ ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে রোববার রাতে উপজেলার টাটাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেনসহ চারজনকে আটক করে মাধবদী থানা পুলিশ।
“এ ঘটনার জেরে সাবেক কাউন্সিলর ও তার ছেলের সমর্থকরা বিকালে থানায় হামলা চালায়। হামলাকারীরা থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায়। তবে সবাই সতর্ক থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি”, বলেন ওসি।
তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজতে থাকা তানভীরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বলেন, রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যেকোনো একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে; তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়া এবং বাগবাড়ী এলাকায় সড়কে মালবাহী ট্রাকসহ ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।