Published : 09 May 2025, 05:47 PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দূর-দূরান্ত থেকে আসা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি অংশকে থাকা-খাওয়াসহ যাতায়াতের ব্যবস্থা করেছে ছাত্রদল।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সার্বিক সহযোগিতায় নোয়াখালী জেলা, বিশ্ববিদ্যালয়, সদর উপজেলা, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী সরকারি কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সহস্রাধিক শিক্ষার্থীকে এ সহায়তা দেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন জানান, গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলার পাঁচটি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার ‘এ’ ইউনিটের আট হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন সাত হাজার ৬২৩ জন। উপস্থিতির হার ৮৫.৯২ শতাংশ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল ফারুক, ভিজিল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও প্রক্টর এ এফ এম আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব শাহরাজ উদ্দিন জিহান জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে থাকা ব্যবস্থা ও রাতে খাবার ব্যবস্থা করা হয়। ছাত্রদের এবং ছাত্রীদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।
এ ছাড়া বেগমগঞ্জ চৌরাস্ত থেকে শুরু করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক স্থাপন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া, তাদের ব্যাগ ও মোবাইল ফোন সংরক্ষণ, খাবার পানি সরবরাহ এবং পরীক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
এসব কার্যক্রমে জেলা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনবিএস রাসেল, আনোয়ার হোসেন রকি, জিয়াউর রহমান রাযহান, আশ্রাফুল করিম পাবেল, সজিব রহমান সজিব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. জাহিদ হাসান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাফায়েত হোসেন নাবিল, সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।
এর আগে ২৫ এপ্রিল এবং ২ মে যথাক্রমে গুচ্ছভুক্ত ‘সি’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায়ও অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের হেল্প ডেস্কের মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয় ছাত্রদলের পক্ষ থেকে।