Published : 07 Aug 2024, 06:40 PM
গোপালগঞ্জে একটি বাড়িতে ডাকাতরা হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের টুলু বিশ্বাসের বাড়িতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে টুলু নিজেই জানিয়েছেন। যদিও কোটালীপাড়া থানার মোহাম্মদ ফিরোজ আলম এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
ভুক্তভোগী ৫৩ বছর বয়সী টুলু ওই গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাসের মেয়ে।
টুলুর বোন শিখা বিশ্বাস বলেন, “আমাদের পাঁচ ভাই-বোনের মধ্যে টুলু সবার ছোট। আমরা চার ভাই-বোন ঢাকায় থাকি। টুলু বিয়ে করেনি বলে সে আমার বাবার বাড়িতে থাকে। সে মঙ্গলবার রাতের খাবার শেষ করে সে ঘরের বাইরে পানি আনতে যায়। এ সময় দরজা খোলা পেয়ে ডাকাতরা ঘরে প্রবেশ করে।
“এ সময় তিনজন ব্যক্তি ঘরে প্রবেশ করে টেলিভিশন ও লাইট বন্ধ করে দেয় এবং টুলুর মুখ বেঁধে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে তারা আলমারি থেকে তিন ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।”
তিনি বলেন, “ডাকাতদের মুখ খোলা ছিলো। তাদের দেখলে আমার বোন চিনতে পারবে।”
কুশলা ইউনিয়ন পরিষদের সদস্য নিতাই বিশ্বাস বলেন, “এ ঘটনা জানতে পেরে আমি টুলু বিশ্বাসের বাড়ি যাই। তার মুখে ঘটনার বর্ণনা শুনেছি। বর্তমান দেশের অবস্থা ভালো না। তাই থানায় অভিযোগ করেনি।”
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম বলেন, “এক শ্রেণীর লোক গুজব ছড়াচ্ছে। এ ঘটনা সঠিক নয়। কোটালীপাড়ায় এখন পর্যন্ত এ ধরনের কোন ঘটনা ঘটেনি।”