Published : 17 Nov 2024, 08:54 PM
ফেনীর মডেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
বোববার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায়, গত ৫ অগাস্ট সরকার পতনের দিন রাতে ফেনী মডেল থানায় হামলা চালানো হয়। এ সময় থানা ভবনে আগুন এবং পুলিশের একাধিক গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ওই সময় হামলাকারীরা থানার অস্ত্রাগার থেকে একাধিক অস্ত্র লুট করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “ঘটনার রাতে অস্ত্র লুটের পর তিনজন ব্যক্তি একটি অটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। পরে তারা অস্ত্রটি অটোরিকশায় রেখেই পালিয়ে যায়। এরপর অটোরিকশা চালক ভয়ে পিস্তলটি বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে।
“পরে তিনি বিভিন্ন জনের সঙ্গে আলাপ করে পিস্তল, ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি রোববার দুপুরে থানায় দিয়ে যায়। পুলিশ অটোরিকশা চালকের বক্তব্য ও তার দেওয়া তথ্যগুলো তদন্ত করছে।”
৫ আগস্ট থানা থেকে লুট হওয়া আরও অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান হাবিবুর রহমান।