Published : 31 Aug 2024, 04:16 PM
সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন হত্যা মামলার এক আসামি।
শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে শনিবার দুপুরে জানান সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন।
মারা যাওয়া ফজল আমিন (৫৮) সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দূমন খাঁ’র ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
জেলার শাখাওয়াত হোসেন বলেন, "শুক্রবার বিকালে কারাগারে আত্মহত্যার চেষ্টা করার সময় ফজল আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
জেলার আরও জানান, ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন; চিকিৎসার জন্য ৩ অগাস্ট তাকে সুনামগঞ্জ কারাগার থেকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, “শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”