Published : 16 Jun 2025, 10:05 PM
বাগেরহাটের তিন পৌরসভার ১২ কর্মচারীকে একযোগে বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ।
বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এই কর্মচারীদের ১৯ জুনের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাগেরহাট পৌরসভাগুলোতে প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি করল স্থানীয় সরকার বিভাগ।
বদলি করা কর্মচারীরা হলেন- বাগেরহাট পৌরসভার বাজার পরিদর্শক এ কে এম সেলিম, সহকারী কর নির্ধারক মো. সেলিম ফকির, স্বাস্থ্য সহকারী প্রভাত চন্দ্র সাহা, উচ্চমান সহকারী মো. নাসিরউদ্দিন হাওলাদার, বনমালা পাল, নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক হাওয়া খাতুন, আশীষ কুমার হোড়, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক শেখ শহীদুল কবির, রোড রোলার চালক দীপু বিশ্বাস, মোরেলগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. ফাহাদ হোসেন, স্যানিটারি পরিদর্শক এস এম বাদল, মোংলা পোর্ট পৌসভার নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. হাসান ও রোড রোলার চালক মো. সিদ্দিক।
এর মধ্যে বাগেরহাট পৌরসভার সর্বোচ্চ নয়জন কর্মচারীকে একযোগে বদলি করল স্থানীয় সরকার বিভাগ।
বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখের পরিপত্রের নির্দেশনার আলোকে প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে জনস্বার্থে এই বদলি করা হয়েছে।