Published : 21 May 2025, 03:58 PM
বান্দরবান সদর উপজেলা থেকে আটজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে; যারা কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে ভাষ্য পুলিশের।
বুধবার সকালে শহরে বালাঘাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান বান্দরবান সদর থানা ওসি মাসুদ পারভেজ।
আটক রোহিঙ্গারা সবাই পুরুষ। তবে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি মাসুদ পারভেজ বলেন, এসব রোহিঙ্গাদের আগে থেকে কেউ হয়ত বাগানে কাজ করার জন্য নিয়ে এসেছিল। গোপন খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে পুলিশ হেফাজতে দেয়। তারা হয়ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।
তিনি বলেন, আটকরা কক্সবাজার এলাকার নিবন্ধিত কোন ক্যাম্পের বাসিন্দা তা জানা যায়নি। তারা ঠিকমত কথা বলছেন না। সঠিক তথ্যও দিচ্ছেন না।
তাদের চিহ্নিত করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান ওসি মাসুদ।