Published : 29 May 2025, 06:00 PM
গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহসানুল করিম লাছুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার।
গ্রেপ্তার আহসানুল করিম লাছু শহরের শাপলা পাড়ার বাসিন্দা। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।
ওসি শাহীনুর ইসলাম বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় লাছুকে গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বছরের ৪ অগাস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ অগাস্ট জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই মামলা করেন।
মামলায় লাছুসহ ১১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয় বলে জানায় পুলিশ।