Published : 22 Mar 2025, 04:01 PM
শেরপুর সদর উপজেলায় মাহিন্দ্রা ও ইজিবাইকের সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার রাতে উপজেলার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর সদর থানার এসআই আনসার আলী।
নিহত মুসলিম (৩০) ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইকের যাত্রী ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে শেরপুর শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাজিতখিলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ ছয়জন আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর মুসলিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এসআই আনসার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।