Published : 02 Sep 2024, 01:15 AM
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।
রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয় বলে ইন্টার্ন চিকিৎসক গোলাম রাব্বানী জানান।
চিকিৎসক বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালিত হয়েছে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে রোগী ভর্তিসহ সব কার্যক্রম বন্ধ ছিল।
“স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছি। কেন্দ্র থেকে সিদ্ধান্ত এলে পুরো শাটডাউন কর্মসূচি পালন করা হবে।”
অন্যদিকে ইন্টার্নদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় তেমন কোনো প্রভাব পড়েনি হাসপাতালে। সব বিভাগে গিয়ে সব কিছু স্বাভাবিক লক্ষ্য করা গেছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, “ইন্টার্নদের বিষয়টি বলতে পারবো না। তবে চিকিৎসবা সেবা কার্যক্রম স্বাভাবিক ছিলো।”