Published : 15 Jan 2025, 04:02 PM
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর খানার ওসি কবির হোসেন মাতব্বর জানান।
নিহত কাউসার আলী লস্কর (৫০) ওই গ্রামের লুৎফর লস্করের ছেলে।
স্থানীয়রা জানায়, শেখ হাসিনার সরকারের আমলে কাউসার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
কাউসারের স্ত্রী ওজোলা খাতুন বেলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ১৫/২০ জন মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে ঢোকে। পরে তারা তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।
তিনি বলেন, “পরে পরিবারের সদস্যরা টের পেয়ে কাউসারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
ওসি কবির হোসেন বলছেন, “কাউসার আলি ২০১৪ সালে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”