Published : 08 Apr 2025, 06:21 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া গ্যাসগানের ১২টি শেল পরিত্যক্ত অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার স্বরসতি নদী থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।
তিনি বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগের ভেতর গ্যাসগান শেল দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন।
পরে ঘটনাস্থল থেকে শেলগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয় বলে জানান ওসি আব্দুর রউফ।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ অগাস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলার ঘটনা ঘটে। সেই সময় হামলাকারীরা পুলিশকে মারধর, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়।
উদ্ধার হওয়া গ্যাসগানের শেলগুলো থানা থেকে লুট করা হয়েছিল বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।