Published : 13 Apr 2025, 02:04 PM
নেত্রকোণার মদনে ছাগলের ধান খাওয়া নিয়ে সংঘর্ষে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনায় নারীসহ দুপক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান।
নিহত ইমাম হোসেন (৫৫) আখাশ্রী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এ ঘটনায় আহত তৌহিদ মিয়া ও ক্বারী ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে ওসি নাঈম মুহাম্মদ বলেন, “আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার বোরো ক্ষেতের ধান খাচ্ছিল একই গ্রামের আকবর মিয়ার ছাগল। এ নিয়ে দুই কৃষকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের ১৮ জন আহত হয়।
“তাদের মধ্যে আহত ইমাম হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।”
নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”