Published : 03 May 2024, 08:10 PM
চুয়াডাঙ্গায় বৃষ্টির দেখা নেই; তীব্র রোদ আর গরমে কাহিল হয়ে পড়েছে মানুষ ও প্রাণিকুল।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদের তাপ ছিল চুয়াডাঙ্গায়। জেলা আবহাওয়া অফিস বলছে, এ মাসের ৫ বা ৬ তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বেলা ১২টায় তা বেড়ে হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বেলা তিনটায় তাপমাত্রার পারদ ওঠে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়ার হিসেব অনুযায়ী আজও চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এদিকে তীব্র রোদের তাপ ও গরম অব্যাহত থাকায় চুয়াডাঙ্গা পৌর কর্তৃপক্ষকে সকালে রাস্তায় পানি ছিটাতে দেখা গেছে।
আগের দিন সন্ধ্যায়ও পৌর কর্তৃপক্ষ শহরের রাস্তায় পানি ছিটিয়ে গরমের তাপ কমানোর চেষ্টা করে।
এদিকে চুয়াডাঙ্গার মাঠে মাঠে রয়েছে বোরো ধান। তীব্র রোদ আর গরমের কষ্ট উপেক্ষা করে কৃষকদের ধান কাটতে দেখা গেছে।
অবস্থার পরিবর্তন কবে হবে? জানতে চাইলে আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান বলেন, “আপাতত এ অবস্থা আরও দুই-একদিন থাকতে পারে।
“আগামী ৬ থেকে ১২ মের মধ্যে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সেই হিসেবে আপাতত কোনো সুখবর নেই।”
ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই মাঠের ধান কেটে নেওয়ার জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।