Published : 31 Dec 2024, 11:34 PM
ডাকাতির আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় নরসিংদীর মাধবদী থানায় হামলার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে এসআই মিজানুর রহমান মামলাটি করেছেন বলে জানান মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।
তবে, গ্রেপ্তারের স্বার্থে প্রাথমিকভাবে আসামিদের নাম জানায়নি পুলিশ।
সোমবার বিকালে ডাকাতি মামলার আসামি তানভীর আহমেদকে (৩০) ছিনিয়ে নিতে এই হামলা চালানো হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদীতে 'আসামি ছিনিয়ে' নিতে থানায় হামলা-ভাঙচুর
কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে তেলবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে যাওয়ারা পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থেকে ছিনতাই করা হয়। এ ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে রোববার রাতে উপজেলার টাটাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেনসহ চারজনকে আটক করে মাধবদী থানা পুলিশ।