Published : 19 Mar 2025, 08:06 PM
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার শাসন কাঠামো এখনও বিদ্যমান বলে মন্তব্য করেছেন ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা।
তিনি বলেন, “আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হতে বলছি, তখন আমাদেরকে বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও তার শাসন কাঠামো এখনও বিদ্যমান।”
বুধবার দুপুরে ইউপিডিএফের সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কাউখালী উপজেলা শাখার দ্বিতীয় সম্মেলন উপলক্ষে কলমপতি ইউনিয়নে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাইকেল চাকমা বলেন, “এমন একটা সময়ে নারী সম্মেলন করতে যাচ্ছি, যখন সারাদেশে নারী-শিশু নির্যাতন এমনভাবে বেড়েছে যা সমগ্র দেশের সচেতন মহলকে উদ্বিগ্ন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সে সরকার বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে এটাই আশা ছিল।
“কিন্তু এই সরকারের আমলে নারীর প্রতি বৈষম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। মৌলবাদী গোষ্ঠীর উত্থান এবং নারীদের ঘরে বন্দি রাখার পরিকল্পনার কারণে নারীদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে।”
তিনি বলেন, “বাংলাদেশে সমতল থেকে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট ভিন্ন। এখানে আমরা প্রতিনিয়ত অন্যায়-অবিচারের শিকার হচ্ছি। আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। আজকে আমরা ভুক্তভোগী। আমরা যখন অধিকার নিয়ে কথা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী।”
সম্মেলনে অংবাইমা মারমাকে সভাপতি, রোজিনা চাকমাকে সাধারণ সম্পাদক এবং মায়েংচিং কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ানের সভাপতিত্বে এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি ঊষাতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রূপন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সম্পাদক রিতা চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা।