Published : 29 Oct 2024, 11:30 PM
বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিচুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছে আদালত।
বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মঙ্গলবার বরিশালের বিচারিক হাকিম সারাহ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. শাহাদাত হোসেন জানান।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে হারিচুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার।
আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন জানান, গৌরনদী থানার বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টার একটি মামলার আসামি সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিচুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।
বেঞ্চ সহকারী বলেন, বিচারিক হাকিম আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুস্থতার সনদ নেওয়ার নির্দেশ দেন।
একইভাবে রিমান্ড শেষে চিকিৎসকের সনদ নিয়ে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
গত ৫ অগাস্টের পর আত্মগোপনে চলে যাওয়া হারিচুর রহমান হারিচের বিরুদ্ধে গৌরনদী থানায় চারটি মামলা হয়েছে।
এছাড়া গত উপজেলা নির্বাচনে নিজ দলের কর্মীদের সঙ্গে সংঘাতের ঘটনায় থানায় করা মামলারও আসামি তিনি।
এর মধ্যে গৌরনদী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর করা মামলার আসামি হিসেবে হারিচের রিমান্ড মঞ্জুর হয়েছে। অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিএনপি নেতা মিন্টু গত ৫ সেপ্টেম্বর গৌরনদী থানায় ওই মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ সালের ২৭ নভেম্বর বিএনপির ওই নেতার কাছে ৩ লাখ টাকা চাঁদ দাবি করেন হারিচ। টাকা দিতে অস্বীকার করায় হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বাদীকে বেধড়ক মারধর করা হয়।
এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার খবরে হারিচুর রহমানের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে।
নির্যাতিত জনতার ব্যানারে দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মিছিল হয়।
পরে একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরাও ছিলেন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্যসচিব ফরিদ মিয়া।
বক্তারা গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিচকে গৌরনদী-আগৈলঝাড়ার ‘সন্ত্রাসের গডফাদার’ আখ্যা দেন।
হারিচ বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর অত্যন্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত।