Published : 16 Nov 2024, 02:56 PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সেতুর নিচ থেকে ব্যাটারিচালিত রিকশার এক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পাওয়া যায়নি তার রিকশাটি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা ওভার ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
নিহত আলাউদ্দিন বেপারী (৩৫) উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।
আলাউদ্দিনের বড়ভাই হালিম বেপারী বলেন, শুক্রবার বিকালে আলাউদ্দিন প্রতিদিনের মতো তার রিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় তারা তাকে অনেকবার কল দিলেও আলাউদ্দিন রিসিভ করেনি।
ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে এক্সপ্রেসওয়ের পাশে লাশ ফেলে ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে পালিয়ে গেছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।