Published : 31 Aug 2024, 03:20 PM
বাগেরহাটের চিতলমারীতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিতলমারী থানার ওসি স্বপন কুমার দাস।
নিহত আনোয়ার মোল্লা (৪৫) বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙা গ্রামের সলেমান মোল্লার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে মো. সজিব শেখ (২১) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯)।
স্থানীয়দের বরাতে ওসি স্বপন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহর থেকে কয়েকজন যুবক চিতলমারী যাওয়ার কথা বলে আনোয়ার মোল্লার ইজিবাইকটি ভাড়া করেন।
তারা বাগেরহাট-পিরোজপুর সড়কের সন্তোষপুর গ্রামে পৌছে আনোয়ারের কাছে ইজিবাইকের চাবি চাইলে দিতে অস্বীকার করেন তিনি। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তখন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ।
পরে গভীর রাতে পাশ্ববর্তী পিরোজপুরের কাউখালী এলাকা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।
এই ঘটনায় নিহতের ছোট ভাই দেলোয়ার মোল্লা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা করেছেন।
ওসি স্বপন কুমার আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের ধরতে অভিযার অব্যাহত আছে।