Published : 03 Jun 2025, 10:27 AM
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। বিজিবি তাদের আটক করেছে।
মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয় বলে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন।
তিনি বলেন, “ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত দিয়ে ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ চারজন নারী ও চারজন পুরুষকে পুশইন করেছে। তারা সবাই বাংলাদেশি এবং চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তারা বর্তমানে বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন।”
তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।