Published : 24 May 2025, 10:07 PM
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। একে মোকাবিলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ঘূর্ণিঝড় ‘শক্তি' মোকাবিলায় এরই মধ্যে ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুত রয়েছে। ৯৮টি মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুত আছে ২ লাখ ২৯১ টন চাল, এক হাজার ১৫ প্যাকেট শুকনো খাবার। এ ছাড়া ছয় লাখ ২২ হাজার টাকা রাখা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ঘিরে জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।