Published : 31 Jan 2025, 04:39 PM
ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
শুক্রবার সকালে নন্দিগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে রনবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি মনোয়ারুজ্জামান।
নিহত সাহাফুর (৩৫) মাছবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন।
ওসি মনোয়ারুজ্জামান বলেন, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল, অপর দিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রনবাঘা বাসস্ট্যান্ডে এলাকায় এলে ঘন কুয়াশার কারণে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়৷
এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হন। এসময় গুরুতর আহত হন দুইজন। তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।