Published : 16 Jun 2025, 09:25 PM
রংপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
কর্তৃপক্ষের অবহেলায় বেসরকারি স্বপ্ন জেনারেল হাসপাতালে শুক্রবার রাতে এক নবজাতক মারা যায় বলে অভিযোগ ওঠার পর সোমবার এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।
নবজাতকের পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না পাওয়ায় সন্তানকে হারাতে হয়েছে তাদের।
এ ঘটনার পর সোমবার দুপুরে ওই হাসপাতালসহ আরও দুটি বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা সিভিল সার্জন কার্যালয় ও সেনাবাহিনী।
অভিযানে প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও প্রতারণার চিত্র সামনে আসে। পরে নবজাতকের মৃত্যু, লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা, চিকিৎসক ও নার্স সংকট, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট ব্যবহারসহ নানা অনিয়ম উঠে আসে এ অভিযানে।
পরে ভ্রাম্যমাণ আদালতে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা, অনাদায়ে মালিকদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তিনটি হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও সেনাবাহিনীর ৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার প্রত্যয় হাশেম।
অভিযান শেষে জেলা সিভিল সার্জন শাহিনা সুলতানা সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি করা হয়। অবৈধ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ সাংবাদিকদের বলেন, “গত শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যু হয়। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করা হয়।”
তিনি বলেন, “আজকে সেনাবাহিনী, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। চিকিৎসাসেবার নামে যারা রোগীদের সঙ্গে প্রতারণা করবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”