Published : 25 May 2025, 08:06 PM
বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা হতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেছেন, “কাজী নজরুলের জীবন এতটাই বৈচিত্র্যময় যে তাকে নিয়ে সিনেমা হতে পারে।”
রোববার কুমিল্লায় তিনদিন ব্যাপী কবি নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন শেষ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “গত জুলাইয়ের আন্দোলনে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ৫ অগাস্টে আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং বাংলাদেশের দেয়াল লেখনিতে দেখবেন, নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল।”
“কাজী নজরুল ইসলামের গান-কবিতা, এই শিল্পের শক্তি, যা ১০০ বছর পরও বাংলাদেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে। তাই বলা যায়, শিল্পের শক্তি, নজরুলের শক্তি।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, “নজরুলের স্মৃতি অবহেলিত আমি জানি। তবে আমাদের সুনজর রয়েছে।”
কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি প্রসঙ্গে তিনি আরো বলেন, নজরুলের যে বর্ণাঢ্য চরিত্র, এই চরিত্রকে কেউ যদি সিনেমায় তুলে ধরেন, এতে যে শুধু মানুষের কাছে তার দর্শন তুলে ধরা হবে এমন নয় বরং এটা পৃথিবীর যেকোনো মানুষের কাছে আকর্ষণীয় হবে।
“নজরুল ইনস্টিটিউট আপাতত অনুবাদের কাজ করছে, আমি আশা করছি, নজরুল ইনস্টিটিউট একসময় ‘আন বায়াস্ট’ একটি বায়োপিক করার চেষ্টা করবে। যা সরকারি প্রোপাগান্ডার ছবির মত না, একটি সত্যিকারের ছবি যা মানুষ দেখতে যাবেন , তাহলেই আমরা নজরুলকে বিশ্বের মানুষের কাছে নিয়ে যেতে পারব। তার রচিত গ্রন্থগুলোর অনুবাদের কাজ শুরু হয়েছে, আশা করি সিনেমার কাজটিও হবে।”
এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ চেতনায় নজরুল ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টাসহ অন্যরা। পরে একাডেমি প্রাঙ্গণেই রঙিন বেলুন ওড়ানো হয়।
এদিকে, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান।
এবার জাতীয় কবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার।
বিশিষ্টজনদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই তিন দিন স্মরণ করা হবে বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলকে।
আলোচনা সভার অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
অনুষ্ঠানে ২০২৩ সালে নজরুল গবেষণায় অবদানের নজরুল পুরস্কারপ্রাপ্ত জন্য ইরশাদ আহমেদ শাহিন, একই সালে নজরুল সংগীতে অবদানের জন্য নজরুল পুরস্কারপ্রাপ্ত মো. আবু রশদ আজনবী, ২০২৪ সালে নজরুল গবেষণায় অবদানের জন্য নজরুল পুরস্কারপ্রাপ্ত আব্দুল হাই সিকদার এবং একই সালে নজরুল আবৃত্তিতে অবদানের জন্য নজরুল পুরস্কারপ্রাপ্ত নাসিম আহমেদকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।
পরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে নজরুল জন্মজয়ন্তী তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন কুমিল্লাবাসী ও অতিথিরা।